গতায়ু মহাপুরুষ থেকে আয়ুষ্মান রাজনীতিক এবং সাক্ষর আমজনতা – সংবাদপত্র সকলের কাছেই বিশ্বাস-অবিশ্বাসে গৃহীত এক প্রচারমাধ্যম। প্রথমোক্তদের কেউ হয়তো মনে করতেন চরিত্রগতভাবেই এটা মিথ্যার নিত্য আঁতুড়ঘর, দ্বিতীয়োক্তরা হয়তো মনে করেন নিত্য না হলেও প্রায়শই – বিশেষ করে তাঁদের মহিমা ও কর্মপ্রক্রিয়ার পক্ষে প্রতিকূল কোনো তথ্য বা সংবাদ যখন বহন করে। এবং আমজনতা, যার মধ্যে আমিও একজন, নিত্যকার অভ্যাসের গ্রহণ-বর্জনে হর্ষ ও বিষাদ-আচ্ছন্নতার মধ্যে দিয়ে এরই পালে বাতাস লাগিয়ে সমকালকে জানার প্রয়াসে এ-ঘাট ও-ঘাট বেয়ে বেড়াই – এখনও, এমনকী বৈদ্যুতিক মাধ্যমের এই দাপুটে সময়েও।