যুগে যুগে মানুষের চিন্তনক্রিয়ায় স্বার্থান্বেষী বুদ্ধিজীবীদের অনৈতিক হস্তক্ষেপ মানুষকে বিভ্রান্ত-বিহ্বল করে তুলেছে। কালপরিবর্তনের সাথে সাথে সমতাবোধ হারিয়ে সে আজ বিচ্ছিন্ন দ্বীপের মতো নিরুপায়ভাবে নিঃসঙ্গ, একা।কিন্তু মানুষের প্রাথমিক উন্মেষকালে প্রাকৃতিক অবস্থায় মানুষ এমন ছিল না, ছিল সমতা, শান্তি ও পূর্ণতা। পরস্পর নির্ভরশীল অর্থনৈতিক ও সামাজিক শ্রেণিবিহীন, বিভিন্ন শ্রমে নিযুক্ত, সুখে-দুঃখে সমব্যথী, সমাজবদ্ধ জীব হিসাবে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল তারা। একদিকে নানাবিধ কলাকৌশলের সাহায্যে প্রকৃতিকে জয় করে জীবনধারণের মানকে উন্নত করা ও শারীরিক পরিশ্রমকে কমিয়ে আনা, অন্যদিকে সেই অবসরে নানা দিকে মানবিক গুণসমূহের চর্চা এবং বিকাশে নিয়োজিত থাকাই ছিল মানবধর্ম।
কিন্তু পরবর্তীকালে কীভাবে মানবসমাজে পরিবর্তন এল সে প্রশ্নের জবাব দিতে গিয়ে এই গ্রন্থে ফরাসি চিন্তাবিদ পল লাফার্গ যে অনুভবগত ও অনুসন্ধানমূলক জ্ঞানের দ্বারা পরিচালিত হয়েছেন, তা এককথায় অনবদ্য।
There are no reviews yet.