১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মেছিলেন সৈয়দ মনজুর মুরশেদ। পেশায় রাজপুরুষ মুরশেদ স্বচক্ষে দেখেছেন দু’-দুটি বিশ্বযুদ্ধ, একটি দুর্ভিক্ষ, ভারতের স্বাধীনতা সংগ্রাম, (১৯)৪৬-এর দাঙ্গা, দেশভাগ ও স্বাধীনতা। ১৯৩০-এ প্রথম স্ত্রী মারা মারা যাওয়ার পর মনজুর বিবাহ করেন তাঁর শৈশবের খেলার সাথী, স্বল্পশিক্ষিতা হাসিনা খাতুনকে। এর পরের কাহিনী প্রায় রূপকথার মতো, হাসিনার অকল্পনীয় উত্থানের স্বাদু আখ্যান। অবিশ্বাস্য অধ্যবসায়ে মাত্র সাত বছরের মধ্যে অর্থনীতিতে প্রথম শ্রেণির স্নাতক হন হাসিনা। ১৯৩৭-এই নির্বাচিত হন প্রাদেশিক আইনসভায় – বাংলার প্রথম মুসলিম মহিলা হিসেবে। চলমান ইতিহাসকে মনজুর খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন। লিপিবদ্ধ করে গিয়েছিলেন তাঁর ব্যক্তিগত জীবন, টুকরো ঘটনা, আপাত-তুচ্ছ আলাপচারিতাকে। সময়ের দীর্ঘ পথ পেরিয়ে সেই দিনলিপি আজ ইতিহাসের উল্লেখযোগ্য উপাদান। বহুমূল্য সেই ডায়েরি এত কাল পারিবারিক তোরঙ্গে আবদ্ধ হয়ে পড়েছিল। বিস্মৃত তোরঙ্গের ঢাকনা উন্মুক্ত করে সে কাহিনীকে একবিংশ শতকের পাঠক-সমাজে উপস্থাপিত করার কৃতিত্ব মনজুরের নাতনি শ্রীমতি আশনা সেনের। চার বছরের অধ্যবসায়ে ছিন্ন দিনলিপির ঐতিহাসিক সূত্রগুলিকে গ্রথিত করে ২০১১-য় প্রকাশিত হয় তাঁর The Rusted Trunk । আখ্যান বিন্যাসে ডায়েরির কাঠামোকে প্রায় সম্পূর্ণ পরিত্যাগ করে আধা-উপন্যাস ও আধা-ইতিহাস রচনার এক নতুন শৈলীকে বেছে নিয়েছেন তিনি। সেই বইয়ের বাংলা রূপান্তর এই পুরনো তোরঙ্গ, করেছেন জয়জিৎ লাহিড়ী, বাংলায় ভিন্ন ধারার গানের সূত্রে তিনি পরিচিত।
There are no reviews yet.