গত কুড়ি বছরে আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতির যে বিপুল রূপান্তর ঘটে গেছে, তার পরিপ্রেক্ষিতে ‘তৃতীয় সিনেমা’র সংজ্ঞা, ভূমিকা ও দায়ও পাল্টেছে। কিন্তু তার মধ্যে যা অটল থেকে গেছে তা হল ব্যবসায়িক-ইন্ডাস্ট্রিয়াল ‘প্রথম সিনেমা’ ও ব্যক্তিরচয়িতা তথা ‘অতিয়ের’ কল্পিত-নির্মিত ‘দ্বিতীয় সিনেমা’ থেকে তার সমসাময়িক/যৌথ প্রয়াসের স্বাতন্ত্র্য। পাশাপাশি একেবারেই শুরুতে থাকে সেই প্রণোদনা – সমকালীন রাজনৈতিক বাস্তবের সমগ্র জটিলতা বিচার ও অনুধাবন করে সেই সিদ্ধান্তের উপর ছবি তৈরির দর্শন, দৃষ্টিভঙ্গি, শৈলী নির্ধারণ করা; এবং এই নির্ধারণে সক্রিয় যৌনতার যে ভূমিকা, সেই ভূমিকা তৃতীয় সিনেমার প্রদর্শন ও পরিবেশনেও বহতা থাকবে। তবেই এই সিনেমা প্রথম সিনেমার সচেতন বিরুদ্ধতায় ও দ্বিতীয় সিনেমার দ্বান্দ্বিক মিথস্ক্রিয়ায় তার স্বরূপ আবিষ্কার করতে পারবে।
There are no reviews yet.