সাতচল্লিশ-উত্তর ভারতবর্ষের অন্যতম প্রধান শিল্পী, সোসাইটি অফ কনটেম্পরারি আর্টিস্টস ও ক্যালকাটা পেন্টার্স-এর মতো খ্যাতনামা দুটি শিল্পীদলের প্রতিষ্ঠাতা সদস্য, তাত্ত্বিক ও সংগঠক নিখিল বিশ্বাস (১৯৩০-৬৬) বেঁচেছিলেন মাত্র ছত্রিশ বছর। এই অল্প সময়ের মধ্যেই তাঁর কাজের গুণে ও জীবনযাপনের আবেগে নিখিল আধুনিক ভারতীয় শিল্পকলার জগতে প্রায় কিংবদন্তি। প্রায় চল্লিশ বছর পর সাময়িকপত্রের পৃষ্ঠা থেকে উদ্ধার করে এবং তার সঙ্গে সরাসরি পাণ্ডুলিপি থেকে অপ্রকাশিত আরও কয়েকটি লেখা যোগ করে শিল্পকলা বিষয়ক তাঁর একগুচ্ছ বিস্মৃত রচনা গ্রন্থাকারে ইতিমধ্যে প্রকাশ করেছে মনফকিরা (নিখিল বিশ্বাস, ‘শিল্পের চোখ’ জানুয়ারি ২০০৮)। তারই ধারাবাহিক সূত্রে তাঁর প্রায় শতাধিক অপ্রকাশিত রেখাচিত্র ও সংশ্লিষ্ট লিখন নিয়ে এই ছবির এলবাম- ‘নারী পুরুষ ও অন্যান্য রূপরেখা’।