গ্রন্থটিতে গোদারের ‘ভিভর সা ভি’ ছবিটি ধরে গৃহীত সাক্ষাৎকার থেকে ২০১০ সালে করা গোদারের ফিল্ম সোসিয়ালিজম ছবিটি ধরে গৃহীত সাক্ষাৎকার পর্যন্ত এমনভাবে তাঁর সাক্ষাৎকারগুলি নির্বাচিত হয়েছে যার মধ্যে আজ অবধি তাঁর করা ১০৯টি ছবির প্রায় সব কটির প্রসঙ্গই উঠে এসেছে। এছাড়াও রয়েছে তাঁর প্রবন্ধ।