ক্যামেরা লুসিডা ফোটোগ্রাফি বিষয়ে সম্পূর্ণ নতুন এক চিন্তনের প্রস্তাবনা—হয়তো আলোকচিত্রিক দর্শনের সম্ভাবনা। ভীষণ উস্কানিমূলক, মৌলিকতায় আক্রান্ত, আলোকচিত্রের সকল ন্যারেটিভকে উপেক্ষা করে এ এক নৈরাজ্যকর গ্রন্থনা। গত তিন দশকে এই গ্রন্থ ফোটোগ্রাফি বিষয়ে এক শাস্ত্রীয় মর্যাদা লাভ করেছে। সম্ভবত ক্যামেরা লুসিডা ফোটোগ্রাফিকে মৃত্যু, মরণশীলতা, সময় এবং অস্তিত্ত্ব বিষয়ে এক নতুন অবস্থানে স্থাপিত করে। এই গ্রন্থ পাঠ করে ফোটোগ্রাফি সম্পর্কে কী জানা যায়? এ প্রশ্নের উত্তর না দিয়ে বরং লেখা যাক, ফোটোগ্রাফির অস্তিত্ত্ব এবং প্রবহমান সময়ের মধ্যে তার যে অংশগ্রহণ সে বিষয়ে ক্যামেরা লুসিডা আমাদের দৃষ্টি এবং চিন্তার প্রক্ষেপণকে নবায়নের প্রস্তাব করে।
There are no reviews yet.