বাংলা শিশু-কিশোর সাহিত্যের জগতে ঊনবিংশ-বিংশ শতকের সাহিত্যিকদের একটা বিশিষ্ট স্থান আছে। প্রযুক্তিনির্ভর বিনোদনের সুযোগ না থাকায় সেকালের ছোটদের বিনোদনের রসদ জুটত শিশু পত্রিকা অথবা গল্পের বইয়ের পাতা থেকে। তাই ছোটদের মন জয় করার জন্য সে যুগের সাহিত্যিকরা শিশু-কিশোর সাহিত্য সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিতেন। বিশেষ করে বিভিন্ন স্বাদের গল্পের মাধ্যমে ছোটদের কাছে তাঁরা পৌঁছে দিতেন ভালো লাগার এক অনন্য অনুভূতি। বাংলা শিশুসাহিত্যের হারানো সে দিনের প্রখ্যাত লেখকের লেখা গল্পগুলিকে একালের ছোটদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শিশু কিশোর আকাদেমি প্রকাশ করেছে ‘হারানো দিনের উজ্জ্বল গল্পমালা’ সিরিজ। বর্তমান খণ্ডটি এই সিরিজের পঞ্চম খণ্ড, সম্পাদনায় শ্রীঅশোককুমার মিত্র ও শ্রীপার্থজিৎ গঙ্গোপাধ্যায়, এবং অলংকরণে শ্রীশিবশঙ্কর ভট্টাচার্য উল্লেখযোগ্য অবদান রেখেছেন।এর আগে প্রকাশিত খণ্ডগুলি সব বয়সি পাঠকের কাছে আদৃত হয়েছে। বর্তমান খণ্ডটিও পাঠক সমাদৃত হবে এ আমাদের বিশ্বাস। আটজন সুবিখ্যাত লেখকের মোট সাতাশটি গল্প দিয়ে সাজানো এই সংকলন আকাদেমির প্রকাশনা তালিকাকে উজ্জ্বল করার সঙ্গেই সমৃদ্ধ করুক আগামী প্রজন্মকে – এই কামনা।
There are no reviews yet.