মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় ‘চর্য্যাচর্য্যবিনিশ্চয়’, ‘ডাকার্ণব, সরোজবজ্রের ‘দোহাকোষ’ ও কাহ্নপাদের ‘দোহাকোষ’ এই চারখানি পুথি নিয়ে ১৯১৬ সালে প্রকাশিত হয় ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’। ৩৫ বছর পরে ১৯৫১ সালে প্রকাশিত হয় দ্বিতীয় মুদ্রণ। বর্তমান সংস্করণে প্রথম সংস্করণের সম্পূর্ণ প্রতিলিপি-মুদ্রণ করা হয়েছে। সেই সঙ্গে সংযোজিত হয়েছে তারাপ্রসন্ন ভট্টাচার্য সংশোধিত পাঠ, বাংলা গদ্যানুবাদ ও ব্যাখ্যা এবং প্রয়াত ড. নীলরতন সেন কৃৎ চর্যাগীত-আলোচনার সংক্ষিপ্ত পরিচয় এবং হরপ্রসাদ শাস্ত্রীর ‘সম্বোধন’ শীর্ষক অভিভাষণ থেকে ‘সূচি’ অংশটি। এতে চর্যাগীতির শব্দ সমূহকে সংস্কৃত, সংস্কৃত থেকে উৎপন্ন, পুরনো বাংলা এবং প্রচলিত বাংলা—এই চারভাগে বিন্যস্ত করা হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে আগ্রহী সকলের সংগ্রহ ও পাঠের জন্য গুরুত্বপূর্ণ আয়োজন।
There are no reviews yet.