কে চায় তোমার কৃপা? আমি আছি প্রাণের প্রহরী। শেষ নিঃশ্বাসের সঙ্গে লড়ে যাই, মুষ্টিমধ্যে ভ্রমরকে ধরি। এই যে তরল বিষ, এর মধ্যে অর্ধেক জীবন, অথবা অর্ধেক মৃত্যু, দেখি আমি এর মধ্যে কোন অর্ধাংশটি জিতে যায়, আমি আছি জীবনের দিকে_তোমার সন্তান নেই, রাক্ষসিনী, তাই তুমি এই শিশুটিকে নিয়ে জয়ী হতে চাও? রাক্ষসিনী, রাক্ষসিনী!
There are no reviews yet.