“সিনেমা অর্থে ছবি – তার প্রেমে পড়েছিলাম কৈশোরেই। সেই যে মুক্তিযুদ্ধের পরের বছরগুলোতে টেলিভিশনে মহানগর, গুপী গাইন বাঘা বাইন, রুশ সাংস্কৃতিক কেন্দ্রে অথবা খোদ বলাকাতেই ব্যালেড অব আ সোলজার, দ্য ক্রেনস আর ফ্লাইং আর সেই যে চলচ্চিত্রোৎসবে সুবর্ণরেখা আর অশনি সংকেত… কী কতটুকু বুঝেছিলাম মনে নেই, কিন্তু ভালোবাসার দায় তৈরি হয়ে গিয়েছিল। সেই দায়, দায়সারাভাবে কখনও নিশ্চয়ই, টেনে চলেছি চারদশক। ভূমিকা বুঁদ দর্শকের; কখনও, সখনও সংগঠনের নেপথ্যে কর্মির। সিনেমা বানাই নি, ভালো ছবির আন্দোলনের নেতা হই নি। কিন্তু এ এমনই দায়, ভালো ছবি ভালোবাসার, যার সবটুকু প্রাপ্তি-আনন্দময়, শিল্প-অবগাহনের।” – মাহমুদুল হোসেন
There are no reviews yet.