‘ফিল্ম হল কাহিনিমূলক শিল্পমাধ্যমগুলির মধ্যে জীবনের সবথেকে কাছাকাছি যেটি, সেই মাধ্যম। অর্থাৎ সমস্ত বাস্তব জগৎই, মায় মানুষ পর্যন্ত, চলচ্চিত্রে চোখের সামনে এসে দাঁড়ায়। সাহিত্যে সাহিত্যে এই প্রত্যক্ষতা সৃষ্টি করতে হয় ভাষায় জাদুতে, আনতে হয় এই বাস্তবতার বোধ বাক্যের তিল তিল চয়নে। ফিল্মে বাস্তবকেই স্টুডিয়োর সেটে বা পথে বা সমুদ্রে বা অন্যত্র বিষয় অনুযায়ী সাজিয়ে মেলে দিতে হয় দৃষ্টির সমুখে।’
চলচ্চিত্রের নানাদিক নিয়ে লেখক আলোচনা করেছেন এই বইয়ে।