রবীন্দ্রনাথ কী শুধু বড়দের জন্য?
তাঁর লেখা বুঝতে গেলে কী পণ্ডিত হতে হবে?
তাঁর সঙ্গে যাঁদের কথা হয়েছে তাঁরা সবাই কী বিখ্যাত মানুষ?
যারা ছোট, বেশি কিছু বোঝে না, জানে না – তারা কী কখনো রবিঠাকুরের কাছে গিয়েছিল? রবিঠাকুর তাদের সঙ্গে কথা বলতেন?
- এমন সব প্রশ্ন তোমাদের মতো আমার মনেও ছিল। পড়তে গিয়ে উত্তর পেয়েছি। তোমরা যদি পড় তোমরাও উত্তর পেয়ে যাবে সহজে।
রবীন্দ্রনাথ ছোটদের কেমন চোখে দেখতেন তার একটা উদাহরণ দিই। একবার রবীনাদ্রনাথ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কাগজে খবর বেরল। বহু জায়গা থেকে তাঁর কুশল কামনা করে এল প্রায় হাজার তিনেক চিঠি। সুস্থ হয়ে অত চিঠির মধ্যে প্রথম চিঠিটা লিখলেন ছোটদেরকে –
‘তোমরা সবাই মিলে আমাকে আগলে রাখতে পারো
যদি চেষ্টা কর। যারা আমাকে নিতে আসবে তাদের
আটকানো সোজা নয়।’
There are no reviews yet.