‘সত্যজিতের ছবির আলোচনায় দিলীপ মুখোপাধ্যায়-এর অনুসৃত পদ্ধতির গুরুত্ব স্বীকার না করে পারা যায় না’ – সমালোচকের এই উক্তিটি সর্বাংশে সত্য। সত্যজিতের চলচ্চিত্রের গঠন-আঙ্গিক, প্রখর ইন্দ্রিয়ানুভব ও নিটোল রসানুভূতি এবং তার সামাজিক-নান্দনিক প্রেক্ষাপট এই বইয়ের প্রবন্ধগুলিতে উজ্জ্বল হয়ে ধরা পড়েছে। সত্যজিতের ছবির সামগ্রিক বৈশিষ্ট্য ও মূল্যায়ন সম্পর্কে দুটি প্রবন্ধ ও তাঁর প্রায় প্রতিটি ছবি নিয়ে পৃথক আলোচনা বাংলা চলচ্চিত্র সমালোচনার ক্ষেত্রে এই বইটিকে একটি একক ও অনন্য আসন দেবে।