গত শতকের ত্রিশের দশকে তামাম দুনিয়ায় ফ্যাসিবাদ ও গণতন্ত্রের ভিতরে চূড়ান্ত মেরুকরণের ফলে ঘনীভূত সংকট, ভারতের স্বাধীনতা সংগ্রাম ও দেশীয় সমাজ-সংস্কৃতির আমূল পরিবর্তনের জন্য সার্বিক আর্তি– মূলত এর উপর ভিত্তি করে তৈরি হয় ‘প্রগতিশীল লেখক সংঘ’। সজ্জাদ জহির ছিলেন তার প্রধান হোতা। সমকালে যাঁরা বিশ্বাস করতেন যে সংস্কৃতি-চেতনা বাদ দিয়ে রাজনৈতিক চেতনা অসম্পূর্ণ থাকে, তিনি তাঁদের অন্যতম। যে-তাগিদ থেকে সজ্জাদরা কাজ শুরু করেন সেই সময়ে, নানান আঁকাবাঁকা পথে তা ইদানীং নজরের আড়ালে চলে গেলেও তার মূল উদ্দেশ্য আজও সমান ভাবে উপস্থিত। এই সুদীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণে রেখে এই বই।
There are no reviews yet.