“সত্তরের দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা বিজ্ঞান-বিভাগে আমার অধ্যাপনাবৃত্তির সূত্রপাত ঘটে। তার আগেই – ছাত্রাবস্থাতেই বিষয়টির কিছু প্রযুক্তিক অসামঞ্জস্য আমার চোখে পড়ে। পরবর্তীকালে জেনেছি, শুধু যে আমারই ক্ষেত্রে এই উপলব্ধি ঘটেছে তা নয়; সংগ্রহশালার সঙ্গে সংশ্লিষ্ট সকলেরই এমন কি দর্শকসাধারণেরও মনে সমস্যাটি ধরা পড়েছে। এই অসামঞ্জস্যের চেহারাটা কী রকম? আমরা জানি যে প্রত্নতাত্ত্বিকদের অক্লান্ত সাধনার ফলে বেশ কিছু সামগ্রীর সন্ধান পাওয়া যাচ্ছে যা সংগ্রহশালায় স্থান পাওয়ার যোগ্য। এই সব শিল্পবস্তুর যথাযথ এবং যথেষ্ট সংরক্ষণ ব্যবস্থার অভাব থেকেই এই অসামঞ্জস্যের উদ্ভব। ফলত অনেক মহৎ শিল্পকর্ম কালের সঙ্গে সঙ্গে ধ্বংসের পথে এগিয়ে চলেছে।
এই গ্রন্থে আমরা নানা ধরনের শিল্পবস্তু সংরক্ষণের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি আলোচনা করেছি। এই পদ্ধতিগুলির প্রচারের ফলে লোকচেতনা যদি কিছুমাত্র জাগ্রত হয়, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।” – শচীন্দ্রনাথ ভট্টাচার্য
There are no reviews yet.