বহুচর্চিত রবীন্দ্রজীবনে নারী-ব্যক্তিত্বের প্রভাব অনস্বীকার্য। তাঁর সুদীর্ঘ জীবনের নানা অধ্যায়ে বিশেষ বিশেষ নারী-ব্যক্তিত্ব তাঁকে প্রভাবিত করেছিল। তথাপি তাঁর জীবনে বালক-কবি থেকে বিশ্বকবি হয়ে ওঠার নেপথ্যে ছিলেন তাঁর প্রিয় নতুন বউঠান। কবি তাঁর জীবনের সুদীর্ঘ সময়ে নানা বয়সের লেখায়, বিভিন্ন চিঠিপত্রে বা অন্যান্য সৃষ্টিমূলক কাজে তাঁর স্বীকৃতি দিয়ে গেছেন।মনোবিশ্লেষক এরিক এইচ এরিকসনের মানস-সামাজিক তত্ত্বের ভিত্তিতে কবির ব্যক্তিত্ব বিকাশের প্রতিটি পর্যায়ের বিভিন্ন রচনায় কবি ও নতুন বউঠানের অম্লমধুর সম্পর্কটি কেমন করে প্রভাব ফেলেছিল এবং নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও কবি তাঁর জীবনীশক্তিকে সদর্থক পথে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন এবং সর্বোপরি ব্যক্তিত্বের সর্বোচ্চ গুণ প্রজ্ঞা ও আত্মসংহতির পূর্ণ বিকাশ হয়েছিল, সেই পরিক্রমার মনোবৈজ্ঞানিক বিশ্লেষণই এই গ্রন্থের প্রধান উপজীব্য।
There are no reviews yet.