সারা বিশ্বের আধুনিক জীবন আর সমাজকে ঘিরে এখন সবচেয়ে উত্তাল প্রসঙ্গ হল ‘যৌনতা ও সংস্কৃতি’। ‘কামসূত্র’ রচনা করেছিল যে-ভারতীয় মনন, মন্দির ভাস্কর্যে মৈথুন দৃশ্যকে রূপ দিয়েছিল যে-ভারতীয় শিল্পবোধ ভিক্টোরীয় নীতিবাগীশ ক্ষুদ্রতা সেই স্বচ্ছ যৌনতাকে বৃত্তবন্দী করেছিল।
এ-সংকলন নানা ভাবনার সমারোহে ধরতে চেয়েছে যৌনতা ও সংস্কৃতির অচ্ছেদ্য সম্পর্ককে-সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে। লিখেছেন অগ্রগণ্য তত্ত্ববিদ ও সন্ধিৎসু লেখকবৃন্দ।