ষোড়শ শতকের অন্তিমে ও নাটক যখন শেক্সপীয়ার লিখেছিলেন, তার আগেই তিনি সমকালীন মঞ্চে যথেষ্ট বিখ্যাত। এবং চারশো বছর পরে অসামান্য গঠন ও মননের কারণে এ নাটক আজও সমান প্রাসঙ্গিক। শেক্সপীয়ার-সৃষ্ট যাবতীয় চরিত্রের মধ্যে এ নাটকের শাইলক অনবদ্য। খলচরিত্র যদি নায়কদের চেয়ে বেশি সমবেদনা পায়, তা হলে এক অভূতপূর্ব সমস্যা আধুনিক পাঠের সহায়ক হয়ে ওঠে। এ নাটকের নামচরিত্র অ্যান্টনিও, না শাইলক, তা নিয়েও সংশয়। যদিও বহুদিন ধরেই পাঠক ও দর্শক শাইলককে খলচরিত্র হিসেবেই দেখেছে, এবং নাটকটিকে কখনওই কমেডি ধারার বাইরে বলে ভাবেনি, তবু অন্তর্নিহিত পাঠ বা subtext বদলায় না। একদিকে পোর্শিয়ার ক্ষুরধার বুদ্ধি, অন্যদিকে ভেনিসবাসী এক ব্যবসায়ীর (নামচরিত্র?) চরম বিপর্যয়ের ট্র্যাজেডি – এ নাটককে স্মরণীয় করেছে। অসাধারণ ভাষান্তরে চিরকালের নাটক নতুন করে হাজির করা হল এ কালের পাঠকদের জন্য।
There are no reviews yet.