এই গ্রন্থের লেখক টেরী ঈগলটন অক্সফোর্ডের অধ্যাপক এবং সাহিত্যের খ্যাতনামা সমালোচক। কার্ল মার্কস রচিত মনুষ্যজীবনের সমগ্রতা অভিসারী প্রায়োগিক দর্শনের প্রভায় তদবধি ইওরোপে সাহিত্যবিচার এবং নন্দনতত্ত্বের এলাকায় যে-সমস্ত বিশিষ্ট আলোচনাধারার বিকাশ ঘটেছে, এ গ্রন্থে লেখক তার সংক্ষিপ্ত অথচ সামগ্রিক বিবরণ অনর্থক বাক-জটিলতা পরিহার করে সরল ভাষায় বিবৃত করেছেন।
There are no reviews yet.