ভারতীয় সভ্যতার এক মহান অবদান তার ভাস্কর্য। সাহিত্য ও সংগীতের মতোই তার ব্যাপ্তি ও বৈচিত্র্য, সমুন্নত তার মান। তার কালগত প্রসার পাঁচ হাজার বছর, আর স্থানগত বিস্তার সারা ভারত উপমহাদেশ জুড়ে – উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী, পূর্বে বাংলাদেশের চট্টগ্রাম থেকে পশ্চিমে আফগানিস্তানের সীমান্ত পর্যন্ত। সংখ্যার বিচারে বিশ্বের কোনো ভাস্কর্য পরম্পরা তার সমকক্ষ নয়। শুধু সংখ্যাগত আধিক্যের কারণে নয়, তার গভীর তাৎপর্যের কারণে ভারতীয় ভাস্কর্য মানব সভ্যতার শ্রেষ্ঠ কীর্তিগুলির অন্যতম। সকল দেশের শিল্পবেত্তাদের দ্বারা ভারত-ভাস্কর্য অভিনন্দিত; আধুনিক কালের শেষ্ঠ ভাস্কররাও তার প্রাণশক্তি ও রূপবৈচিত্র্যে অভিভূত। বাঙলা ভাষায় প্রাচীন ও মধ্যযুগের ভারতীয় সাহিত্যের, বিশেষ করে অতীব সমৃদ্ধ সংস্কৃত সাহিত্যের একাধিক ইতিহাস রচিত হয়েছে;ভারতীয় মার্গসংগীতের ইতিবৃত্তও দুষ্প্রাপ্য নয়; কিন্তু সেই তুলনায় আজ পর্যন্ত বাঙলায় ভারতীয় ভাস্কর্যের আনুপূর্বিক কোনো পরিক্রমণ লিখিত হয়নি। অথচ এমন একটি গ্রন্থের প্রয়োজন অনুভব করেন ভারতীয় ভাস্কর্যের প্রতি আগ্রহী নানা স্তরের বাঙলা ভাষার পাঠক।
There are no reviews yet.