সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ষাণ্মাষিক (২০১৬-১৭)
শতবর্ষে কাননদেবী
অনেকে বলেন, অভাব তাঁকে তাড়া না করলে তিনি বোধহয় সঙ্গীত শিল্পীই হতেন। কিন্তু সংসারে অনটনের ফলে তাঁর অসাধারণ অভিনয়ের দিকটাও আমরা পেলাম। এমনই প্রতিভাধর ছিলেন কাননদেবী। পিতৃহারা এক দুঃস্থ বালিকা থেকে কিংবদন্তী অভিনেত্রী এবং সুগায়িকা হওয়ার সেই কাহিনী আজও আমাদের কাছে এক বিস্ময়।
There are no reviews yet.