গ্রন্থে বুনুয়েলের জীবন ও শিল্পকর্ম ছাড়াও আলোচনা করা হয়েছে বাঙালির বুনুয়েল-চর্চা বিষয়ে। যে প্রসঙ্গে ঋত্বিককুমার ঘটক, সুবিমল মিশ্র ও সঞ্জয় মুখোপাধ্যায়ের কথা আসে। বন্ধুবর সঞ্জয় বুনুয়েলের পরিচয় দিয়েছেন এই বাগার্থে – নাশকতার দেবদূত : ‘আমি আজ, শতাব্দী শেষে, বুনুয়েল প্রসঙ্গে এটুকুই বলব নাশকতার এই দেবদূত আসলে এই শতাব্দীতে নান্দনিক অভিজ্ঞতার পক্ষে অনিবার্য ধর্মাচরণ।’