সাহিত্য, তার বিবিধ পথ ও সংবর্তকে বুঝতে গেলে আঞ্চলিকতার পরিসর পেরিয়ে বিশ্বনৈতিক চলাচলকে ছোঁয়াটাই বিবেচনাসম্মত। আর এখানে অনুবাদের ভূমিকা অনস্বীকার্য। এই গ্রন্থে নানা দেশের নানা কালের বিভিন্ন অগ্রণী সাহিত্যিকের সাক্ষাৎকার বঙ্গানূদিত হয়ে সংকলিত হল। এই সাক্ষাৎকারগুলি পাঠককে দাঁড় করায় বিশ্বসাহিত্যের বিবিধপর্বের ইতিহাস ও বোধের উত্থানপতনের সামনে।
There are no reviews yet.