সুনীতি চট্টোপাধ্যায়ের ভাষায়, রামায়ণের কথা একাধারে প্রাচীন ভারতের গৌরবময় ধর্মাধর্ম-পূত সুসংস্কৃত জীবনের কথা এবং মধ্যযুগের ও আধুনিক কালের ভারতীয় গার্হস্থ্য জীবনের শুচিতা ও কর্তব্যনিষ্ঠার কথা। এই গ্রন্থের প্রবীণ লেখক বাল্মীকির বর্ণনানুসারে রামায়ণের বিভিন্ন চরিত্রের যাত্রাপথের সূচি ও তৎকালীন সমাজব্যবস্থার অনুসন্ধানে ব্রতী হয়েছেন।
There are no reviews yet.