মার্ক্সবাদ থেকে উৎসারিত ফ্রাঙ্কফুট স্কুলের গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ও তাদের তত্ত্বের ভূমিকাসহ বিবিধ বিষয়ে বহু-আঙ্গিক বিশ্লেষণাত্মক প্রবন্ধ ও আলোচনার সংকলন এই বইটি। বইটির লেখাসমূহ সংকলন করতে গিয়ে চিরঞ্জীব শূর পরিবেশ, ভোগবাদ, গণমাধ্যম বাহিত সংকট-সম্ভাবনা সম্পর্কে তাদের পূর্বাভাস সম্বলিত লেখালেখি, তাঁদের ইন্টারডিসিপ্লিনারি চর্চাধারা , তাঁদের মনোবিশ্লেষণনির্ভর ব্যাখ্যা পদ্ধতি ইত্যাদি অনন্য বৈশিষ্ট্যকে চিহ্নিত করেছেন। আজকের বহুত্বের যুগে বহুমাত্রিক বাস্তবে এই সব বৈশিষ্ট্যের প্রয়োগ, সহযোগ কতটা জরুরী তা নবপ্রজন্মের সামনে তুলে ধরতেই এই বইটি।