পেরু তাঁর বাবার জন্মভূমি। এর নিসর্গ দৃশ্য তাঁকে মোহিত করত। পয়েন্টিজ্ম ধারা ও ফভিজ্ম তার চিত্রধারায় তাঁকে নব্যবোধের দিকে নিয়ে যায়। ব্রাশিং কৌশলে তাঁর নিজের এই দুই ধারা তাঁকে যেমন ইম্প্রেসনিস্টিক ধারার দিকে নিয়ে যায় তেমনি তিনি চিত্রকলায় নতুন সৃজনধারায় সিম্বলিজ্মও যুক্ত করেন। মায়ের প্রতিকৃতি রচনা করেছিলেন (১৮৮০-৮১), মোহিতভাব নিয়ে বিলাসবহুল ঘরের মধ্যে জানালার পাশে বসে সূচিকার্য করছেন। অনবদ্য এর রঙের বিন্যাসকৌশল। ফভিজ্ম যেমন আছে, তেমনি পোস্ট ইম্প্রেশনিস্টিক ভাবনাও আছে। চিত্রকলায় নতুন ভাবনা, অথচ রং তামাটে সোনালি, ক্লাসিকাল ভাবনার রং। যৌন অবদমন ও সেই অবদমনের যুক্তির চিত্ররাশি স্বপ্নের এক চতুর এবং বিস্তৃত পটভূমি সৃষ্টি করে। পল গগ্যাঁ পটভূমি হিসেবে বেছে নিয়েছিলেন তাহিতি দ্বীপ।
There are no reviews yet.