ফ্রেইরি তাঁর ভাবনা-চিন্তায় জগতের ব্যাখ্যা শ্রেণিবিশ্লেষণের মাধ্যমে না করে করেন নিপীড়নের বিবিধ ধারা বিশ্লেষণের মধ্য দিয়ে। এই বিশ্লেষণ নানা ধরনের পরিস্থিতিতেই প্রয়োগ করা যেতে পারে। তাঁর বর্ণনায় কোন বিশেষ দলের রাজনৈতিক চিন্তা প্রাধান্য পায় না। তাঁর চেতনা-উত্তরণের পদ্ধতি বলে যে, প্রত্যেক মানুষের নিজের ব্যক্তিগত ও সামাজিক জগতের ধারণাকে নিজেই খুঁজে বের করতে হবে। ‘পেডাগকি অব্ দ্য অপ্রসেসড’-এর অনুবাদ একটি উল্লেখযোগ্য ঘটনা। বাংলায় এই জটিল কিন্তু চিত্তাকর্ষক
There are no reviews yet.