প্রযোজনাগুলি দেখা হোক বা না-ই হোক, গত তিন দশকের থিয়েটার তথা ভারতীয় থিয়েটারের গতি-প্রকৃতি বা চরিত্রের সঠিক ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য এই গ্রন্থটির সাহায্য নিতেই হবে। বিশিষ্ট নাট্যজন বিভাস চক্রবর্তী দর্শকাসনে বসে পর্যবেক্ষণ করলেন একালের নাট্যপ্রবাহের ধারাটিকে। আধে আধুরে, জগন্নাথ, টিকটিকি হয়ে গালিলেও, মাধবী, কন্যাদান। আবার বিসর্জন, ঢোঁড়াইচরিত মানস বা ঘরে বাইরে-র মতো কালোত্তীর্ণ সাহিত্যের মঞ্চায়ন নিয়েও নাট্যবিদের তীক্ষ্ণ বিশ্লেষণ ধরা থাকল এখানে। নাট্যজিজ্ঞাসু শিক্ষানবিশ বা বিদগ্ধ নাট্যপ্রেমীদের চাহিদা অবশ্যই মেটাবে বইটি। নাট্য সমালোচনা ছাড়া আরও কয়েকটি মূল্যবান রচনাও সন্নিবেশিত এই গ্রন্থে।
There are no reviews yet.