কথাসাহিত্য-সম্রাট ধক্ষিণারঞ্জনের অপূর্ব সৃষ্টি, বাংলাসাহিত্যের গৌরব, আপামর-সাধারণ আবালবৃদ্ধবনিতা বাঙ্গালীর চির আদরের বস্তু ‘ঠাকুমার ঝুলি’। এটির মত এত বড় স্বদেশী জিনিস আমাদের দেশে আর নাই।
এই যে আমাদের দেশের রূপকথা বহুযুগের বাঙ্গালী-বালকদের চিত্তক্ষেত্রের উপর দিয়া অশ্রান্ত বহিয়া কত বিপ্লব, কত রাজ্য পরিবর্তনের মাঝখান দিয়া অক্ষুণ্ণ চলিয়া আসিয়াছে, ইহার উৎস সমস্ত বাংলা দেশের মাতৃস্নেহের মধ্যে। যে স্নেহ দেশের রাজ্যেশ্বর রাজা হইতে দীনতম কৃষককে পর্যন্ত বুকে করিয়াছে, সকলকেই শুক্ল সন্ধ্যায় আকাশে চাঁদ দেখাইয়া ভুলাইয়াছে এবং ঘুমপাড়ানি গানে শান্ত করিয়াছে, নিখিল বঙ্গদেশের সেই চির পুরাতন গভীরতম স্নেহ হইতে এই রূপকথা উৎসারিত।
There are no reviews yet.