সমকালীন প্রাসঙ্গিকতা থেকে উত্তরকালের অনিবার্য বিচ্ছুরণে যে-ব্যক্তি ইতিহাসস্বীকৃত; তিনি স্বামী লোকেশ্বরানন্দ। বিংশ শতাব্দীর বাঙালি বৈদ্যগ্ধের সার্থক প্রতিমূর্তি এই মানুষটি তাঁর বিদ্যা-বুধি-বিচক্ষণতার ত্রিবিধ গুণপনায় নিজেই হয়ে উঠেছেন একটা গোটা অধ্যায়। জাতির আত্মপরিচয়ের সূক্ষ্ম নির্মাণে তাঁর দৃষ্টান্তমূলক কর্মবোধ এবং অনন্যসাধারণ মৌলিক ভাবনার সম্মিলন সত্যি তাঁকে ভাস্বরতা দান করেছে। আজকের এই বিক্ষুদ্ধ সময়ের বুকে দাঁড়িয়ে একে অপরকে সহ্য করবার শক্তিহীন হয়ে পড়েছি আমরা। পারস্পরিক অবিশ্বাস, প্রেমহীনতার এই সমাজে মনুষ্যত্বের বিকাশ কিভাবে সম্ভব? জাতীয় সংহতি’ই বা কিভাবে সম্ভব? স্বামী লোকেশ্বরানন্দের মত স্বাতন্ত্র্যবাদী মানুষের ভাবনা-চিন্তার কথামালা প্রকাশ আসলে এই অস্থিরতার বিরুদ্ধেই সুস্থ পৃথিবীর ইস্তেহার বলা যায়।
There are no reviews yet.