এমন একটা সময় ছিল যখন ছোটদের রবীন্দ্রনাথ বলতে পাঠ্যপুস্তকের কবিতা ও গল্পগুলিই ছিল একমাত্র সম্বল। ভাগ্যবান কেউ হাতে পেয়ে যেতেন আস্ত ‘সঞ্চয়িতা’। রবীন্দ্ররচনাবলীর শতবার্ষিকী সংস্করণ প্রকাশের পরে কতিপয় অতি সৌভাগ্যবান শিশু ও কিশোর সুযোগ পেয়েছিল সেই বইয়ের পৃষ্ঠা ওল্টাতে। বিশ্ব ভারতী প্রকাশিত রবীন্দ্র রচনাবলীর সুলভ সংস্করণ প্রকাশও কারও কারও কাছে প্রাপ্তিবিশেষ। কিন্তু পূর্ণাঙ্গ রবীন্দ্র রচনাবলীতে কোনও সময়ই ছোটদের তেমন প্রবেশাধিকার ছিল না।
রবীন্দ্রনাথের দেড়শো বছরের জন্মদিনে শিশু কিশোর আকাদেমি নানা অনুষ্ঠানে ব্যবস্থাপনা ছাড়াও সিদ্ধান্ত নিয়েছিল ছোটদের কাছে রবীন্দ্রনাথকে পৌঁছে দিতে। ছোটদের জন্য তাঁর যাবতীয় সৃষ্টি দুই মলাটের মধ্যে মুড়ে তাদের হাতে তুলে দেওয়াই হবে তাদের জীবনের শ্রেষ্ঠ উপহার।
There are no reviews yet.