রবীন্দ্রনাথের দেড়শো বছরের জন্মদিনে যখন সারা পৃথিবীতে চর্চা হচ্ছে তাঁর কবিতা-ছোটোগল্প-উপন্যাস-নাটক-নৃত্যনাট্য-প্রবন্ধ-চিঠিপত্র নিয়ে, আয়োজিত হচ্ছে নানা আলোচনাচক্র-উৎসব-সভাসমিতি, সেই মাহেন্দ্রমুহূর্তে আমাদের মনে হয়েছিল এই মানুষটির সৃষ্টিকর্ম আমরা পৌঁছে দিতে চাইছি ছোটোদের হাতে, কিন্তু তাঁর জীবনকাহিনির কতটুকু বা তারা জানে! তাঁর পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ রচনা করেছেন গবেষক-বিশেষজ্ঞগণ, তাতে তাঁর জীবনের বহু খুঁটিনাটি প্রকাশিত, কিন্তু সেই বিপুলাকায় গ্রন্থ কতজন শিশু-কিশোরের আয়ত্তে এসেছে এতদিনে! এই কথা চিন্তা করেই আকাদেমির প্রকাশনা পরিচালক ড. শর্বাণী বন্দ্যোপাধ্যায় বহু পরিশ্রম করে রবীন্দ্রনাথের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি পরম্পরা অনুযায়ী সাজিয়েছেন এই স্বল্প পরিসরের মধ্যে।
There are no reviews yet.