মুকুল দে-কে নাকি একটা মজার কথা কেউ কেউ জিজ্ঞেস করতেন, তিনি কেন আর্টিস্ট হলেন? প্রায় জন্ম থেকে, মানে, জ্ঞান হওয়া অবধি ছবির মধ্যে বাস করেও তিনি কেন আর্টিস্ট হলেন – এ কথাটাকে তিনি জীবনে কোনো দিন তেমন করে ভাবেননি। তিনি কাজ করে গিয়েছেন, যেন তাঁকে আঁকতেই হবে – এই রকমই এক নিরন্তর তাড়নায় তিনি জীবনে কখনও থেমে থাকতে পারেননি।
There are no reviews yet.