পৃথিবীর সব সাহিত্যই মানুষের জন্য, মানুষকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ইতিহাসের বাঁকে বাঁকে এক একজন মহাপুরুষ উজ্জ্বল দীপশিখা হাতে অন্ধকার পথে দাঁড়িয়ে আছেন। এঁরা সমাজের বরেণ্য আচার্য। কঠোপনিষদে তাই তাঁদের কাছে তত্ত্ব জেনে নেবার নির্দেশ দেওয়া হয়েছে। এই আচার্যদের আচরণই আমাদের আচরণীয়। তাঁদের জীবনকথাই আমাদের জীবনের পাথেয়, ভবিষ্যতের উজ্জ্বল আলোকস্তম্ভ। স্মরণীয় মানুষদের অসাধারণ জীবনসাধনার সাফল্যের পাশাপাশি তাঁদের ব্যর্থতা, দুর্বলতা, স্খলন-পতন সবই পূর্ণাঙ্গ জীবনকথার অন্তর্গত এবং আমাদের কাছে শিক্ষণীয়। স্বয়ং রবীন্দ্রনাথ এই বিচারে ‘চরিত্রপূজা’ গ্রন্থ সংকলনে ব্রতী হয়েছিলেন।
There are no reviews yet.