‘তথ্যচিত্রের আর্ট ও টেকনিক’ গ্রন্থটি পরিকল্পিত ও রূপায়িত হয়েছে বাণীশিল্প-প্রকাশিত ‘চলচ্চিত্রের টেকনিক ও টেকনোলজি’ গ্রন্থের পরিপূরক, অনুপূরক ও সম্পূরক রূপে। দেশবিদেশের বিখ্যাত চলচ্চিত্রকার, চিত্রসমালোচক ও কলাকুশলীদের লেখায় ও চিত্রনাট্যে গ্রন্থটি সমৃদ্ধ। লেখকদের আলোচনার বিষয় তথ্যচিত্রের নানান রীতিনীতি ও বিভিন্ন কলাকৌশল, যে-আলোচনায় প্রায়ই তথ্য থেকে তত্ত্বে ও কলাকৌশল থেকে বোধে পৌঁছবার প্রয়াস আছে। সিনেমা ও টেলিভিশন দুটি মাধ্যমের কথাই আলোচিত হয়েছে, প্রয়োজনে এসেছে ডিজিটাল প্রযুক্তির কথাও।
There are no reviews yet.