সমকালীন চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বিতর্কিত এই মানুষটি সম্পর্কে অনেকের ধারণা তিনি হচ্ছেন তাঁর সময়ের সবচেয়ে বড় চলচ্চিত্রকার, কারো মতে তিনিই সবচেয়ে অযোগ্য না হলেও, লোকটা একেবারেই অসহ্য। অর্থাৎ অনেকেই যখন তাঁর প্রশংসায় উচ্ছ্বসিত, অনেকেই আবার তাঁর উপর অসম্ভব বিরক্ত। কিন্তু আমরা মনে করি গদার তাঁর প্রথম ছবি A Bout de Souffle-এ ফরাসি সিনেমায় বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন। সমালোচকরা তাঁকে জেমস জয়েস কিংবা পাবলো পিকাসোর সঙ্গে তুলনা করে ঠিক কাজটাই করেছেন। এই দুই মহান প্রতিভার সঙ্গে তুলনা করার ভিতর দিয়েই গদারের ছবির বৈশিষ্ট্যকে তাঁরা ধরিয়ে দিতে চেয়েছেন। এই দুজন শিল্পীর সঙ্গে তুলনা করার অর্থ, এই শতাব্দীর সাহিত্য কিংবা চিত্রকলায় ওঁরা যা ঘটিয়ে দিয়েছেন, চলচ্চিত্রে গদারও তাই করতে চেয়েছেন।