‘আমার সাফল্যের অন্যতম কারণ আামি পরিবর্তিত অবস্থায় সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা সাফল্যের সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা সাফ্যল্যের সঙ্গে তুলে ধরেছিলাম। পরিবর্তনকে চিহ্নিত করেছি। স্বাধীন ভারতের নাগরিকরা স্বাধীনতার ঠিক পরে কত দুঃখের মধ্যে দিন কাটিয়েছে আমার যে কোনো দশটি কার্টুনের পাঁচটি দেখলে সেটা নতুন প্রজন্মের পাঠক ধরতে পারবেন। কার্টুনিস্ট হিসাবে আমার কাজ হল দেশের সাধারণ নাগরিকদের সংবিধান যে সব অধিকার দিয়েছে সেগুলি লঙ্ঘিত হচ্ছে কিনা খেয়াল রাখা। এনটারটেনমেন্ট নয়, কমিটমেন্ট।’ – চণ্ডী লাহিড়ী
There are no reviews yet.