কবিতীর্থ পত্রের এই সংখ্যাটি প্রস্তুত হয়েছে চলচ্চিত্র ও চিত্রনাট্য নিয়ে। চার্লি চ্যাপলিনের একশো পঁচিশতম জন্মবর্ষ এবছর। তাঁর ভবঘুরে চরিত্রেরও শতবর্ষ। এই সংখ্যায় রাখা হয়েছে চার্লি চ্যাপলিনের একটি কবিতা এবং একটি সাক্ষাৎকার। হারিয়ে যাওয়া সাক্ষাৎকার। চ্যাপলিনের জীবন ও শিল্প নিয়ে আছে বিশেষ মূল্যায়ন।
There are no reviews yet.