খোঁজ সুখের সূত্রে শুরু হয়েছিল, যতদূর সম্ভব তীব্রভাবেই জীবনকে উপভোগ করা উচিত। কিন্তু এমনও যখন ঘটে যে, কারও হাত ধরে বা কোন আদর্শের বাহক হয়ে অনিবার্য মৃত্যুর আগমন ঘটে; কোনোভাবেই সেই যুবরাজ পারেন না, মৃত্যুর ঐ বন্দোবস্তকে সহ্য করতে। দ্রোহে সামিল হন, বাস্তব জগত তাঁকে দ্রোহী করে তোলে আর সব অসুখী মানুষদের হয়ে। ফলে শুরুতে যেমন মনে হতে পারে আপাত অর্থে, কেবল আত্মই সব; তার সুখের জন্যই যত অন্বেষণ। সহসা এই ভুল ভাঙে, কেবল আত্ম নয়; অপরকেও এই সুখের দিশা দিতে তিনি দ্রোহী হন। এরও আদর্শ গ্রিক পুরাণের, প্রমেথেউস।
There are no reviews yet.