সর্বজনশ্রদ্ধেয় সঙ্গীতসাধক, আধুনিক ভারতীয় সঙ্গীত জগতে স্বমহিমায় প্রোজ্জ্বল পঙ্কজ কুমার মল্লিক এর আত্মকথা এই বইটি। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, শিক্ষক ও প্রচারক হিসাবেও তিনি পথিকৃতের সম্মানে প্রতিষ্ঠিত। লোকান্তরের স্বল্পকাল পূর্বে তিনি এই বইটি রচনা করে গেছেন, জীবদ্দশায় যিনি একাই ছিলেন একটি প্রতিষ্ঠান, মৃত্যুর পরে যার নাম কিংবদন্তীতে পরিণত, সেই সংস্কৃতিবান মানুষটির মনোজ্ঞ আত্মকথন, যা তাঁর স্নেহভাজন অরুণাভ সেনগুপ্ত কর্তৃক অনুলিখিত এবং তাঁর নিজের দ্বারা সম্পূর্ণরুপে পরিমার্জিত।